এক থেকে একশত পর্যন্ত বানান শিখুন, বাংলা এবং ইংরেজি
ফ্রি টাকা ইনকাম পেমেন্ট বিকাশেআসসালামু আলাইকুম, আপনি কি এক থেকে একশ পর্যন্ত বানান করতে পারেন না। অনেক চেষ্টা করেছেন কিন্তু তার পরেও শিখতে অনেক কষ্ট হয়। এ বিষয়টি নিয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কাঙ্খিত প্রশ্নের উত্তর জানতে পারেন নি। তাহলে এখন একদম সঠিক জায়গায় এসেছেন এখানে এক থেকে একশ পর্যন্ত বানান বিস্তারিত শিখিয়ে দেওয়া হয়েছে।
যারা বাংলা বানান করতে পারেন না কিভাবে এক থেকে একশ পর্যন্ত সহজে শিখতে পারবেন এ বিষয়ে এখানে এ টু জেড আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলটিতে বাংলা এবং ইংরেজিতে বানান করা শিখতে পারবেন। তাই এটা আপনার জন্য অত্যন্ত জরুরী।
এক থেকে একশ বানান - মূলভাব
আমরা যারা স্কুল এবং কলেজে পড়ি তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এক থেকে একশ পর্যন্ত বানান। কেননা আমাদের লেখাপড়ার ক্ষেত্রে সব সময় এটি প্রয়োজন পড়ে। বেশিরভাগ গণিত করার সময় এগুলো সবচেয়ে প্রয়োজন হয়। অনেক বড় হয়ে গেছেন কিন্তু সঠিকভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বলতে পারেন না।
অনেকের এ ধরনের সমস্যা দেখা দেয়। সঠিকভাবে বুঝিয়ে দিলে এবং শিখিয়ে দিলে প্রত্যেকটি মানুষ এগুলো মুখস্ত করতে পারবে। এবং কোন প্রকার ভুল ছাড়া লিখতে পারবে। আপনি হয়তো অনেক চিন্তায় রয়েছেন আপনার সন্তানকে কিভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা এবং ইংরেজিতে মুখস্ত করাবেন এবং সঠিক উচ্চারণ সহ লিখাবেন।
আরও পড়ুনঃ ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ।
অনেক জায়গায় আমি দেখেছি এমনভাবে এগুলো শেখানো হয় ভালোভাবে না শেখানোর ফলে শিখতেই পারেনা। তবে আপনাদের সুবিধার কথা চিন্তা করে এমন ভাবে তৈরি করেছি। একবার মনোযোগ দিয়ে পড়লেই ভালোভাবে বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য আজকের আর্টিকেল আপনার জন্য অত্যন্ত জরুরী। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনার থেকে ফিরে যাই।
এক থেকে একশত পর্যন্ত বাংলা বানান
বাংলা বানান করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা দেখা দেয়। কারণ বাংলা যুক্তবর্ণ থাকার কারণে অনেক সময় উচ্চারণ করতে যেমন সমস্যা হয়। মুখস্থ করার জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে। এখানে এখন আপনাদেরকে শেখাবো বাংলাতে কিভাবে খুব সহজে লিখবেন কোন প্রকার ভুল ছাড়া। প্রত্যেকটি যুক্ত বর্ণ সঠিকভাবে লিখা হবে।
- ১ = এক
 - ২ = দুই
 - ৩ = তিন
 - ৪ = চার
 - ৫ = পাঁচ
 - ৬ = ছয়
 - ৭ = সাত
 - ৮ = আট
 - ৯ = নয়
 - ১০ = দশ
 - ১১ = এগারো
 - ১২ = বারো
 - ১৩ = তেরো
 - ১৪ = চোদ্দ
 - ১৫ = পনেরো
 - ১৬ = ষলো
 - ১৭ = সতেরো
 - ১৮ = আঠেরো
 - ১৯ = উনিশ
 - ২০ = বিশ
 - ২১ = একুশ
 - ২২ = বাইশ
 - ২৩ = তেইশ
 - ২৪ = চব্বিশ
 - ২৫ = পচিশ
 - ২৬ = সাব্বিশ
 - ২৭ = সাতাশ
 - ২৮ = আটাশ
 - ২৯ = উনুত্রিশ
 - ৩০ = ত্রিশ
 - ৩১ = একত্রিশ
 - ৩২ = বত্রিশ
 - ৩৩ = তেত্রিশ
 - ৩৪ = চোত্রিশ
 - ৩৫ = পয়ত্রিশ
 - ৩৬ = ছত্রিশ
 - ৩৭ = সাইত্রিশ
 - ৩৮ = আটত্রিশ
 - ৩৯ = উনুচল্লিশ
 - ৪০ = চল্লিশ
 - ৪১ = একচল্লিশ
 - ৪২ = বেয়াল্লিশ
 - ৪৩ = তেতাল্লিশ
 - ৪৪ = চোয়াল্লিশ
 - ৪৫ = পয়তাল্লিশ
 - ৪৬ = ছয়চল্লিশ
 - ৪৭ = সাতচল্লিশ
 - ৪৮ = আটচল্লিশ
 - ৪৯ = উনচল্লিশ
 - ৫০ = পন্সাশ
 - ৫১ = একান্ন
 - ৫২ = বায়ান্ন
 - ৫৩ = তেপান্ন
 - ৫৪ = চোয়ান্ন
 - ৫৫ = পঞ্চান্ন
 - ৫৬ = ছাপান্ন
 - ৫৭ = সাতান্ন
 - ৫৮ = আটান্ন
 - ৫৯ = উনষাট
 - ৬০ = ষাট
 - ৬১ = একষট্টি
 - ৬২ = বাষট্টি
 - ৬৩ = তেষট্টি
 - ৬৪ = চোষট্টি
 - ৬৫ = পয়ষট্টি
 - ৬৬ = ছেষট্টি
 - ৬৭ = সাতষট্টি
 - ৬৮ = আটষট্টি
 - ৬৯ = উনুসত্তর
 - ৭০ = সত্তর
 - ৭১ = একাত্তর
 - ৭২ = বাহাত্তর
 - ৭৩ = তেয়াত্তর
 - ৭৪ = চোয়াত্তর
 - ৭৫ = পচাত্তর
 - ৭৬ = ছেয়াত্তর
 - ৭৭ = সাতাত্তর
 - ৭৮ = আটাত্তর
 - ৭৯ = উনুআশি
 - ৮০ = আশি
 - ৮১ = একাআশি
 - ৮২ = বিরাআশি
 - ৮৩ = তেরাআশি
 - ৮৪ = চোরাআশি
 - ৮৫ = পচাআশি
 - ৮৬ = ছেয়াআশি
 - ৮৭ = শপ্তাআশি
 - ৮৮ = আটাআশি
 - ৮৯ = উনুনব্বই
 - ৯০ = নব্বই
 - ৯১ = একানব্বই
 - ৯২ = বিরানব্বই
 - ৯৩ = তেরানব্বই
 - ৯৪ = চোরানব্বই
 - ৯৫ = পচানব্বই
 - ৯৬ = ছিয়ানব্বই
 - ৯৭ = শপ্তানব্বই
 - ৯৮ = আটানব্বই
 - ৯৯ = নিরানব্বই
 - ১০০ = একশত
 
এক থেকে একশত পর্যন্ত ইংরেজী বানান
এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ইংরেজিতে এক থেকে একশ পর্যন্ত লিখবেন। আপনাদের সুবিধার জন্য এই ইংরেজি লেখাগুলো মোবাইলে ছবি তুলে নিতে পারেন। না হলে স্ক্রিনশট দিয়ে পরে এগুলো পড়তে পারেন। আমাদের লেখাপড়া এবং অন্যান্য কাজের ক্ষেত্রে এই ইংরেজি বানানগুলো অবশ্যই জানা প্রয়োজন। কেননা বিভিন্ন কাজে ক্ষেত্রে ব্যবহার করতে হয়।
- 1 = One
 - 2 = Two
 - 3 = Three
 - 4 = Four
 - 5 = Five
 - 6 = Six
 - 7 = Seven
 - 8 = Eight
 - 9 = Nine
 - 10 = Ten
 - 11 = Eleven
 - 12 = Twelve
 - 13 = Thirteen
 - 14 = Fourteen
 - 15 = Fifteen
 - 16 = Sixteen
 - 17 = Seventeen
 - 18 = Eighrteen
 - 19 = Nineteen
 - 20 = Twenty
 - 21 = Twentyone
 - 22 = Twentytwo
 - 23 = Twentythree
 - 24 = Twentyfour
 - 25 = Twentyfive
 - 26 = Twentysix
 - 27 = Twentyseven
 - 28 = Twentyeight
 - 29 = Twentynine
 - 30 = Thirty
 - 31 = Thirtyone
 - 32 = Thirtytwo
 - 33 = Thirtythree
 - 34 = Thirtyfour
 - 35 = Thirtyfive
 - 36 = Thirtysix
 - 37 = Thirtyseven
 - 38 = Thirtyeight
 - 39 = Thirtynine
 - 40 = Forty
 - 41 = Fortyone
 - 42 = Fortytwo
 - 43 = Fortythree
 - 44 = Fortyfour
 - 45 = Fortyfive
 - 46 = Fortysix
 - 47 = Fortyseven
 - 48 = Fortyeight
 - 49 = Fortynine
 - 50 = Fifty
 - 51 = Fiftyone
 - 52 = Fiftytwo
 - 53 = Fiftythree
 - 54 = Fiftyfour
 - 55 = Fiftyfive
 - 56 = Fiftysix
 - 57 = Fiftyseven
 - 58 = Fiftyeight
 - 59 = Fiftynine
 - 60 = Sixty
 - 61 = Sixtyone
 - 62 = Sixtytwo
 - 63 = Sixtythree
 - 64 = Sixtyfour
 - 65 = Sixtyfive
 - 66 = Sixtysix
 - 67 = Sixtyseven
 - 68 = Sixtyeight
 - 69 = Sixtynine
 - 70 = Seventy
 - 71 = Seventyone
 - 72 = Seventytwo
 - 73 = Seventythree
 - 74 = Seventyfour
 - 75 = Seventyfive
 - 76 = Seventysix
 - 77 = Seventyseven
 - 78 = Seventyeight
 - 79 = Seventynine
 - 80 = Eighty
 - 81 = Eightyone
 - 82 = Eightytwo
 - 83 = Eightythree
 - 84 = Eightyfour
 - 85 = Eightyfive
 - 86 = Eightysix
 - 87 = Eightyseven
 - 88 = Eightyeight
 - 89 = Eightynine
 - 90 = Ninety
 - 91 = Ninetyone
 - 92 = Ninetytwo
 - 93 = Ninetythree
 - 94 = Ninetyfour
 - 95 = Ninetyfive
 - 96 = Ninetysix
 - 97 = Ninetyseven
 - 98 = Ninetyeight
 - 99 = Ninetynine
 - 100 = Onehundrad
 
এক থেকে একশত বানান ছবিসহ
আপনারা অনেকেই রয়েছেন যারা এখান থেকে পড়ে একটু পর হয়তোবা ভুলে যেতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে যে লেখাগুলো এখানে বলা হয়েছে এগুলো ছবি আকারে নিচে দিয়ে দিচ্ছি। এগুলো ডাউনলোড করে যখন তখন পড়তে পারেন। মনে করুন বাসে করে যাতায়াত করছেন। এ সময় একা নিরিবিলি বসে রয়েছেন।
এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি নিজের পড়াকে আরো ভালো করে করতে পারেন। এই সময় যে ছবিগুলো আমি এখানে দিয়ে দিব এগুলো ডাউনলোড করে যে কোন জায়গায় যখন তখন কাজে লাগাতে পারেন। এতে আরো বেশি কিছু শিখতে পারবেন।
এক থেকে একশত পর্যন্ত বাংলা লেখার ছবি
এক থেকে একশত পর্যন্ত ইংরেজি লেখার ছবি
১ থেকে ১০০ পর্যন্ত বানান মনে রাখার সহজ উপায়
আপনারা অনেকেই 1 থেকে 100 পর্যন্ত পড়তে পারেন কিন্তু মুখস্ত করার সময় করতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চাদের এই সমস্যাগুলো দেখা দেয়। তবে এগুলো মুখস্ত করার একটি গোপন উপায় রয়েছে। উপায়টি ভালোভাবে মেনে চললে মাত্র পাঁচ থেকে ছয় বার একটি শব্দ পড়লে ইনশাল্লাহ সব কিছু মনে থাকবে।
এটা সম্পূর্ণ পরীক্ষিত কারণ এই উপায় ব্যবহার করে অনেকেই এক থেকে একশ পর্যন্ত খুব সুন্দর ভাবে মুখস্ত করতে পেরেছে। প্রথমেই আপনাকে এক থেকে একশো পর্যন্ত পাঁচ থেকে ছয় বার পড়ে নিতে হবে। প্রথমে টার্গেট নিবেন এর থেকে ১০ পর্যন্ত মুখস্ত করার। একটা একটা করে শব্দ বারবার করতেই থাকবেন এবং পড়ার সময় কারো সাথে কোন কথা বলবেন না।
আমার কথা বিশ্বাস না হলে আপনি এখনই পরীক্ষা করে দেখতে পারেন। এক থেকে দশ পর্যন্ত বারবার পড়তে থাকুন। পাঁচ মিনিট পড়লেই মুখস্ত হয়ে যাবে। প্রথমে টার্গেট নিবেন ১ থেকে ১০ পর্যন্ত পড়ার। দ্বিতীয়বারে এক থেকে ২০ পর্যন্ত। এটা করতে আরো কম সময় লাগবে কারণ এক থেকে দশ পর্যন্ত আপনি আগে থেকেই জানেন।
আবার দ্বিতীয় ধাপে এক থেকে ত্রিশ পর্যন্ত মুখস্ত করার সিদ্ধান্ত নিবেন। এভাবেই মুখস্ত করতে করতে সর্বশেষ যখন থাকবে একেবারে এক থেকে একশ পর্যন্ত মুখস্ত করার চেষ্টা করুন অবশ্যই পেরে যাবেন। এই নিয়মে করলে ছোট বাচ্চা থেকে শুরু করে,
বৃদ্ধ মানুষ পর্যন্ত খুব সহজেই এক থেকে ১০০ পর্যন্ত মুখস্ত করতে পারবে। মানুষের একটি ভুল করে তা হচ্ছে এর থেকে ১০০ পর্যন্ত একেবারে মুখস্থ করার চেষ্টা করে তাই অনেক সমস্যা দেখা দেয়।
ONE থেকে HUNDRAD পর্যন্ত মুখস্ত করার নিয়ম
বাংলা ১ থেকে ১০০ পর্যন্ত মুখস্ত করা যতটা কঠিন কাজ ইংরেজিতে কিন্তু আরো সহজ। এখন বলতেই পারেন যে ইংরেজি তো বাংলা থেকে আরও কঠিন তাহলে কিভাবে সহজ হবে। এটা একটু আপনাদেরকে পরে বোঝাচ্ছি। আপনারা তো সবাই জানেন বাংলা ভাষা পড়ার জন্য কত প্রকার যুক্তবর্ণ ব্যবহার করতে হয়। তাই এগুলো পড়াও অনেক কঠিন।
তবে ইংরেজি ভাষার ক্ষেত্রে এক থেকে বিশ পর্যন্ত প্রথমে মুখস্ত করলে খুব সহজেই একটি কৌশল অবলম্বন করে অল্প সময়ের মধ্যে সবগুলো মুখস্ত করতে পারবেন। প্রথমে এক থেকে দশ পর্যন্ত মুখস্ত করে নেবেন। তারপর 10 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত ভালোভাবে মুখস্ত করতে হবে। এরপরে আসে টোয়েন্টি ওয়ান।
অর্থাৎ ১ থেকে ২০ পর্যন্ত মুখস্ত করেছেন টুয়েন্টি আর ওয়ান আগে থেকেই জানেন। আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই এভাবে অল্প অল্প করে মুখস্থ করবেন। বেশি সময় লাগুক কোন সমস্যা নেই তবে একেবারে মুখস্ত করতে গেলে তৎক্ষণাৎ মনে থাকলেও পরবর্তীতে মনে থাকবে না।
কোন কিছু মুখস্ত করার সময় আপনাকে কোন নিরিবিলি জায়গাতে গিয়ে পড়তে হবে। আপনি চাইলে ভোররাতে কিংবা গভীর রাতে যে কোন কিছু মুখস্ত করতে পারেন। উক্ত সময়ে পড়বেন তাহলে পড়া মাথার মধ্যে ভালো থাকবে এবং মুখস্ত করতে অনেক কম সময় লাগবে।
এক থেকে একশ বানান - শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি কিভাবে খুব সহজে এক থেকে ১০০ পর্যন্ত বানান শিখবেন। আপনাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুইভাবেই এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো জানতে পেরেছেন। আর এমন নিত্যনতুন গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখতে পারেন।
আমাদের ওয়েবসাইটে থাকতে বিভিন্ন ধরনের অনলাইন এবং অফলাইন থেকে ইনকাম করার নতুন নতুন আপডেট। নিত্যদিনের যে ধরনের তথ্যের প্রয়োজন পড়বে সবগুলো আমাদের এখানে শেয়ার করা রয়েছে। কিছু শিখতে পারলে অবশ্যই আত্মীয় কিংবা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যেন তারাও সঠিক তথ্য গুলো জানতে পারে এবং কাজে লাগাতে পারে।

.webp)
.webp)
এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url